শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ 'পারলো'

  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ 'পারলো'
দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ 'পারলো'

ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো 'পারলো অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পেশাগত ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি চাইলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা-বিপত্তি দূর করবে পারলো। দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব, তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবীও তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটির কনটেন্ট লেখা ও ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। তাদের এই প্রচেষ্টা ইংরেজি ভাষা শেখার বিষয়টিকে উপভোগ্য ও কার্যকর করে তুলবে। অ্যাপটি গুগল পেস্ন স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয়েই পাওয়া যাচ্ছে। অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য যঃঃঢ়ং://ঢ়ধৎষড়.ষড়হফড়হ/ দেখুন। অ্যাপ ডেভেলপার সম্পর্কে আরও জানতে যঃঃঢ়ং://িি.িঃবম.ষড়হফড়হ/ দেখুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডটেক এক্সপার্ট এবং পারলোর প্রডাক্ট ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারাড।

অনুষ্ঠানে পারলোর বাংলাদেশ পার্টনার মো. সেলিম এফসিএমএ; হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, এসিসিএ গ্রম্নপ বিজনেস প্রধান নির্বাহী কর্মকর্তা, রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেড; মো. কাউসার আলম এফসিএস, এফসিসিএ, এফসিএমএ, এসিএ, গ্রম্নপ প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ; শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান সিএমএ, এফসিএমএ; লিভারঅ্যানগিয়ার লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এফসিএমএ ও বাটা বাংলাদেশের ফাইন্যান্স পরিচালক ইলিয়াস আহমেদ এফসিএমএ, সাইফুর রহমান এফসিএমএ সিজিএমএ, প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, টোটাল বাংলাদেশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে