নরসিংদী হাতিরদিয়া কাশেফুল উলুম মিয়াবাড়ী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ইসলামি মহাসম্মেলন
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদী জেলার হাতিরদিয়া কাশেফুল উলুম মাদরাসার ৫০তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ও দোয়াগীর হিসেবে তাশরিফ আনেন আওলাদে রাসুল চার তরিকার পীর হযরত আলস্নামা সৈয়দ আ ন ম মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা অধ্যাপক মোছলেহ উদ্দীনসহ বহু ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে পীর সাহেব আখেরি মোনাজাত করেন এবং আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দরবার শরিফের মাসিক মাহফিলে শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি