বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজীপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যাযাদি রিপোর্ট
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গাজীপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গত ২১ নভেম্বর ১৭ বছরে পদার্পণ করেছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। এ উপলক্ষে ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শোভাযাত্রা শেষে গাজীপুর শহরের শিব বাড়ি মোড়ের ইউরোবাংলা রেস্টুরেন্টে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের সভাপতি মো. খোন্দকার শাহিদুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের। প্রধান অতিথি ছিলেন- দৈনিক যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, যায়যায়দিন গাজীপুর জেলা প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন, মহানগর প্রতিনিধি বায়েজীদ হোসেন, অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার এসএকে রেজাউল করিম, তিতাস গ্যাসের ঢাকার মহানগরের রমনা জোন-৫ উপ-মহাব্যবস্থাপক মো. এমদাদুল হক, ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব মো. আব্দুল হামিদ, ফ্রেন্ডস ফোরাম গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম বিন মান্নান।

আমন্ত্রিত অতিথি ছিলেন- যায়যায়দিনের কাপাসিয়া প্রতিনিধি মো. শাকিল আহমেদ, কালিগঞ্জ প্রতিনিধি মাহফুজা আফরিন মনি, কবি ও সাংবাদিক জসিম উদ্দিন ভূঁইয়া, কোনাবাড়ী মেট্রো থানা প্রতিনিধি মো. তৌফিক ইসলাম, মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মহসিন আজাদ পাপন, সাংবাদিক অলিদুর রহমান অলি, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ও কলামিস্ট এমএ মুহিত, ফ্রেন্ডস ফোরাম টঙ্গী শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমান জিলানী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দন্ত্যন লিটন। বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. সাদিয়া সুলতানা, মো. আওলাদ হোসেন তন্ময়, রফিক আলম, কফিল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল জাব্বির এবং গীতা থেকে পাঠ করে ত্রেয়া চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কমিটির সভাপতি খোন্দকার শাহিদুল হক ও সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের একপর্যায়ে গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানে সফল সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে