টি কে গ্রম্নপের তত্ত্বাবধানে শুরু হচ্ছে 'ভার্সেস অফ লাইট' হিফজুল কোরআন প্রতিযোগিতা। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। টি কে গ্রম্নপ আয়োজিত এই প্রতিযোগিতাটি দেশের উদীয়মান তরুণ/কিশোর হাফেজদের অসাধারণ প্রতিভা ও পবিত্র কোরআন তেলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে টি কে গ্রম্নপের বিজনেস ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক বলেন, 'পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে। এবার প্রতিযোগিতায় নারীরাও অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে সম্পৃক্ত করা হয়েছে বিশ্বখ্যাত আলেমদের। তাদের অমূল্য পরামর্শ প্রতিযোগিতাটিকে ভিন্ন মাত্রা দেবে।'
টি কে গ্রম্নপের এইচ আর ডিরেক্টর আলমাস রাইসুল গণি বলেন, 'আমাদের এই আয়োজন এবার আগের চেয়ে ভিন্ন আঙ্গিকে হবে। আশা করছি, আমরা গ্র্যান্ড ফাইনাল পযর্ন্ত সবার সহযোগিতা পাব।'
টি কে গ্রম্নপের হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন মো. ইব্রাহীম খলিলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিরা তরুণ/কিশোর হাফেজদের উৎসাহ দেওয়া ও পৃষ্ঠপোষকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এতে প্রতিযোগিতার সাফল্য কামনা করেন টি কে গ্রম্নপের অ্যাডভাইজর মো. মাহফুজুর রহমান। এ সময় টি কে গ্রম্নপের অন্য সব ইউনিটের হেড অফ বিজনেস, হেড অফ সেলসসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি