বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্যারেন্টস ডে অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্যারেন্টস ডে অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্যারেন্টস ডে অনুষ্ঠিত

তরুণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকদের আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত 'প্যারেন্টস ডে' অনুষ্ঠানে বাবা-মাকে জড়িয়ে ধরে অনেক শিক্ষার্থীরা অঝোরে ফেলেছেন চোখের পানি। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে এবং শিক্ষক-ছাত্র-অভিভাবক- এই ত্রি-মাত্রিক সম্পর্ককে আরও দৃঢ় করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২ হাজারের অধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

২২ নভেম্বর সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির স্বাধীনতা মিলনায়তনে 'আর্ট অব লিভিং' কোর্সের একটি অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় আয়োজনের বিশেষ অতিথি ছিলেন গাংচিল মিউজিক অ্যান্ড অ্যাসিক্স গ্রম্নপের প্রতিষ্ঠাতা এবং হামিদ গ্রম্নপের সিইও আসিফ ইকবাল। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার প্রফেসর ড. নাদির বিন আলীসহ শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের তাদের বাবা-মার উদ্দেশ্যে না বলা অভিব্যক্তি ও ধন্যবাদ জ্ঞাপন, আনুগত্য ও কৃতজ্ঞতার প্রতীক স্বরূপ নিজ নিজ পিতা-মাতার পা ধুয়ে দেওয়া এবং সর্বোপরি পরিবারের সঙ্গে সারাদিন নিজ ক্যাম্পাসেই সময় কাটানোর ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আসিফ ইকবাল বলেন, 'পারিবারিক সম্পর্ক কী জিনিস তা বুঝতে আমাদের বড্ড দেরি হয়ে যায়। আমার সমস্ত সৃষ্টির মধ্যে আমার বাবা-মার অনুপ্রেরণা জড়িত। এই মানুষগুলো হারিয়ে গেলে মানুষের জীবনের কঠিন বাস্তবতাগুলো চোখের সামনে চলে আসে।'

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ সময় সব শিক্ষার্থীদের তাদের বাবা-মার অনুশাসন মেনে চলার ব্যাপারে বিভিন্ন রকম দিক-নির্দেশনা প্রদান করেন। তাছাড়া নিজেদের পড়াশোনার অংশ হিসেবেই পারিবারিক বন্ধনকে সর্বাধিক মূল্যায়ন করার ব্যাপারেও জোর দেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে