বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে যোগ দিলেন সাইদুর রহমান

বিশেষ প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে যোগ দিলেন সাইদুর রহমান
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে যোগ দিলেন সাইদুর রহমান

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে যোগ দিয়েছেন মো. সাইদুর রহমান। এর আগে তিনি এনজিও বু্যরোর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। এর আগে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি স্বাস্থ্য পরিষেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়া গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং বগুড়ার জেলার গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় সংসদে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. সাইদুর রহমান ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৬ সালে ১১ জানুয়ারি নাটোরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নাটোরের গুরুদাশপুরের খুবজিপুর মাল্টি ল্যাটারাল হাইস্কুল থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে