লেবানন থেকে দেশে
ফিরলেন আরও ৮২
প্রবাসী বাংলাদেশি
ম যাযাদি ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮২ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফেরেন। তাদের মধ্যে ৭৬ জন প্রবাসীকে সরকারি খরচে এবং ৬ জনকে আইওএমের অর্থায়নে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত আসা ৭৬ জন বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এবং অন্য ৬ জন আইওএমে নিবন্ধন করেছিলেন। গতকাল পর্যন্ত ১১টি ফ্লাইটে লেবানন থেকে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি।
প্রত্যাবর্তনকারীদের বিমানবন্দরে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ পর্যন্ত লেবাননে হামলায় একজন নিহত হওয়ার
খবর পাওয়া গেছে।
লেবাননে চলমান সাম্প্রতিক সময়ের যুদ্ধের মধ্যে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে বলে জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
চলবে শাটল বাস
ম যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সেবা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি নন-এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের তিনটি রুটে চলাচল করবে।
একটি রুটে কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুলস্নাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্সএনেক্স ভবন-টিএসসি-কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড় হয়ে যাত্রী বহন করবে বাস।
দ্বিতীয় রুটে নীলক্ষেত মোড়-মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট-কার্জন হল-কবি সুফিয়া কামাল হল হয়ে বাস চলবে।
আর তৃতীয় রুটে কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুলস্নাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্সএনেক্স ভবন-জগন্নাথ হল-এসএমহল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড় দিয়ে বাস যাবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এই বাস সেবা চালুর সিদ্ধান্ত হয়েছে।
এতে আরও বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বাস সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।'