শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, জাতির সামগ্রিক উন্নতিতে কোনো লিডারই কাজ করেনি। আমাদের দাস অনুদাস করে গড়ে তোলা হয়েছে। এটা রাষ্ট্রের বড় এক ত্রম্নটি। এই জায়গা থেকে বের হতে না পারায় যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি। এটা জাতির সবচেয়ে বড় সংকট। আর যে সৎ ছিল তাকেই হত্যা করা হয়। তাই এখন নতুনদের এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবির জাহেলিয়াত মুক্ত একটি নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নৈতিকতা, আদর্শ এবং ইসলামী মূল্যবোধে উজ্জীবিত এমন একটি প্রজন্মই সমাজের উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।