বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূতের গাড়ি প্রবেশ করে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু বলেন, 'ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের এক ঘণ্টার ওপরে আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি, ভুটানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা দুই দেশের বাণিজ্য আরও বড় দিকে নিয়ে যেতে চাই। ভুটান প্রস্তাব করেছে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনার সুযোগ আছে। উনার এদিকে নজর দেবেন বলে আমাদের জানিয়েছেন।'
দক্ষিণ-এশীয় সহযোগিতা ফোরাম সার্ক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন আমীর খসরু।