বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকারের সাংস্কৃতিক নীতির মূলে থাকবে বহুজন-বহুধর্ম-বহুভাষা :উপদেষ্টা

যাযাদি রিপোর্ট
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
সরকারের সাংস্কৃতিক নীতির মূলে থাকবে বহুজন-বহুধর্ম-বহুভাষা :উপদেষ্টা

দেশে প্রতিভা সন্ধান কর্মসূচির আয়োজনসহ সাত কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, এই সরকারের সাংস্কৃতিক নীতির মূলে থাকবে বহুজন, বহুধর্ম, বহুভাষা। সবার সংস্কৃতির বিকাশ ঘটাতে চায় সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'দেশব্যাপী শিশু, কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের মধ্যে নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি আয়োজন করতে চাই।'

এ সময় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

রিমেম্বারিং মুনসুন রিভোলিউশন, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমির সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরের আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো-ক্রিয়েটর ওয়ার্কশপ এই সাতটি অগ্রাধিকার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অন্তর্র্বর্তী সরকার বিশ্বাস করে দেশ সবার। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। তিনি বলেন, এতকাল সংস্কৃতিকে একটি সংকীর্ণ জায়গা থেকে দেখা হয়েছে। ভাবা হয়েছে গান, বাজনা, নাচ, সিনেমাই হলো সংস্কৃতি।

গত ১৬ বছর ধরে যে দেশকে ফোকলা বানানো হয়েছে, সেই দেশ একদিনে ঠিক হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা বলেন, 'আপনারা যদি ৭২ এবং ৭৩ সালের দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, সেই সময় দেশ কীভাবে চলছিল। একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না।'

তিনি বলেন, 'মূল দেখার বিষয় হচ্ছে আমরা চেষ্টাটা করছি কিনা। একইসঙ্গে সরকার নিজেরা কোনো অন্যায় কাজ করছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে