বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২০ নভেম্বর ধানমন্ডি, নারায়ণগঞ্জ, সাভার ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি শিল্প, ছয়টি বাণিজ্যিক ্‌এবং ৭০১টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ এবং গ্যাস কারচুপির কারণে ১৮টি শিল্প, সাতটি ক্যাপটিভ ও একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস থেকে ২০ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১১১টি শিল্প, ৬৮টি বাণিজ্যিক ও ৮৮৯৬টি আবাসিকসহ মোট ৯,০৭৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ২৪,৯১৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৭৫,৮৮,৩৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৩৮.৫৪ লাখ টাকা। এ ছাড়া, উক্ত অভিযানে ৫৬ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে