সুবিধাবঞ্চিতদের জন্য নিরলস কাজ করছে জেসিআই ঢাকা এস্পায়ার
প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
জেসিআই ঢাকা এস্পায়ারের উদ্যোগে বাস্তবায়িত হলো 'স্বপ্ন বুনুন' প্রজেক্ট শিক্ষা একটি মৌলিক অধিকার এবং একটি উন্নত সমাজ গঠনের ভিত্তি। এই মোটোকে সামনে রেখে জেসিআই ঢাকা এস্পায়ার সফলভাবে আয়োজন করে তাদের প্রজেক্ট 'স্বপ্ন বুনুন'। এই প্রজেক্টটি একটি সুবিধাবঞ্চিত শিশুর জীবন পরিবর্তনের জন্য আয়োজিত হয়েছে। জেসিআই ঢাকা এস্পায়ার ইগনাইট ফাউন্ডেশন স্কুলের একজন সুবিধাবঞ্চিত শিশুকে তার শিক্ষার পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করেছে। শিক্ষার বাইরেও এই প্রজেক্টে শিশুটিকে পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো- শিশুকে আত্মনির্ভরশীল হতে শেখানো, আত্মবিশ্বাস জাগানো এবং তাকে একটি উজ্জ্বল এবং টেকসই ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করা। জেসিআই ঢাকা এস্পায়ার সমাজ গঠনে আর সুবিধাবঞ্চিতদের উন্নয়নে এভাবেই নিরলস কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি