বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাউয়েট ক্যাম্পাসে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদেরর্ যালি

  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
বাউয়েট ক্যাম্পাসে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদেরর্ যালি
বাউয়েট ক্যাম্পাসে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদেরর্ যালি

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১২তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্যর্ যালি ক্যাম্পাসের পস্নাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে পস্নাজায় ফিরে আসে।র্ যালিতে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কে এফ এ সোহেল (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্‌ঞা, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তারা।

বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিদায়ী শিক্ষার্থীসহ সবার জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি স্মরণীয় করে রাখার জন্য ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে গ্রম্নপ ফটোসেশনের মাধ্যমে নিজেদের ফ্রেইমবন্দি করে রাখে। অনুষ্ঠানটি সমন্বয় করেন- গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. মাছুদার রহমান। এ ছাড়া এর আগের দিন বুধবার বিদায়ী ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে