ঢাবির ভর্তি পরীক্ষার
আবেদনের সময়
বাড়ল দুই দিন
ম যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। কারিগরি 'বিঘ্ন ঘটায়' ভর্তির আবেদন প্রক্রিয়ার মধ্যে একদিন বন্ধ থাকায়, আগামী বুধবার পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। বৃহস্পতিবার অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়; যা ২৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সময় বাড়ানোর ফলে আবেদনের সুযোগ থাকছে ২৭ নভেম্বর পর্যন্ত।
মোস্তাফিজুর রহমান বলেন, 'ঝুঁকি অনুভব করাতে আমরা ভর্তির আবেদনের সিস্টেমটি অফ করে রেখে কাজ করি। সিস্টেম পুরোপুরি সিকিউরড হওয়ায় আবারও শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ভর্তির আবেদন দুইদিন বাড়িয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।'
টিএসসি চত্বরে
বাইক দুর্ঘটনায়
যুবক নিহত
ম যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব (২৪) নামে এক যুবকের নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু ঈশান (২২) ও মোজাহিদ (২৩)। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
নিহত সজিবের বন্ধু মো. সোহেল জানান, সজিবের বাসা ডেমরা সারুলিয়ায়। গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটে একটি স্পোর্টসের দোকানে কর্মচারী সে। বুধবার রাতে বাইক নিয়ে কয়েকজন বন্ধু মিলে টিএসসিতে ঘুরতে বের হয় তারা। সেখানে তারা দুর্ঘটনার শিকার হলে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশানকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সংবাদ মাধ্যমকে জানান, পরিবারের আবেদনে শাহবাগ থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করেছে।
ট্রাফিক আইন
লঙ্ঘন করায়
১৬৯০ মামলা
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫০টি গাড়ি ডাম্পিং ও ৪৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।