বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

জাবিতে শিক্ষার্থীর মৃতু্যর ঘটনায় তদন্ত কমিটি গঠন

যাযাদি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
জাবিতে শিক্ষার্থীর মৃতু্যর ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সড়কে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃতু্যর ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

তিনি জানান কমিটির অন্য সদস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ। রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, 'তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে আফসানা রাচির নিহতের বিষয়টির বিস্তারিত কারণ উদ?ঘাটন করে সুস্পষ্ট সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।'

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে একটি ইজিবাইক মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে ধাক্কা দেয়।

সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলার মো. রেজাউল করিমের মেয়ে রাচি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে থাকতেন। তার পরিবার রাজধানীর গ্রীন রোডে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে