শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আমরা সঠিক পথেই আছি :নির্বাচন সংস্কার কমিশনের প্রধান

যাযাদি রিপোর্ট
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ভোটার তালিকা, নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা পালনসহ বিভিন্ন বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। বৈঠক শেষে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, 'আমরা সঠিক পথেই আছি'।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংবাদপত্রের সম্পাদকরা নির্বাচন, ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্রসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করেছেন বলে জানান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, 'আমরা যে বিষয়গুলোর কথা ভাবছিলাম, ওনারা সেগুলোর ওপর জোর দিয়েছেন। আমরা মনে করি, আমরা সঠিক পথেই আছি। ওনারা আমাদের প্রশংসা করেছেন, রিপোর্টটি প্রকাশ করার কথাও বলেছেন।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা তদন্ত সংস্থা না। আমরা কতগুলো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। সবার কাছে সহায়তা চাচ্ছি। আমরাও গত তিনটি নির্বাচন পর্যালোচনা করছি। এসবের ভিত্তিতে আমরা সংস্কারের প্রস্তাবগুলো করব।'

নির্বাচন সংস্কার কমিশন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কতগুলো নীতিমালা সুপারিশ করবে বলেও জানান বদিউল আলম মজুমদার।

এ সময় আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকে গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বলা হয়েছে। প্রতিটি নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচনে গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রবাসী ভোটারদের কার্যকারিতা রক্ষা করতে হলে দীর্ঘসূত্রতার ব্যাপার আছে, তাদের ভোট দেওয়ার বিষয়টি পরিষ্কারভাবে বিবৃত হওয়া দরকার। আইনের পরিবর্তন বা পরিমার্জন করতে হলে তাও করতে হবে।

তিনি বলেন, 'ধন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের দায়বদ্ধতা, যারা কার্যকর করবেন, বিশেষ করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার দায়বদ্ধতা ঘোষণা করা হয়েছে। এখানে দলীয় সরকারের অধীনে অতীতে নির্বাচনকে যেভাবে প্রভাবিত হতে দেখেছি, সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ তৈরি না হয়।'

প্রথম আলোর যুগ্ম-সম্পাদক কবি সোহরাব হাসান বলেন, যিনি যে এলাকার বাসিন্দা, তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকায় থেকে খাগড়াছড়ি কিংবা দিনাজপুরে প্রতিনিধিত্ব করবেন- এটি ন্যায়সঙ্গত নয়। এতে সেই এলাকার ভোটাররা বঞ্চিত হন। টাকার খেলা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে হবে। নারী আসন নিয়ে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সব শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী-দল, সব নাগরিক যাতে তার পছন্দের প্রার্থী বাছাই করতে পারে।

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, 'নির্বাচন সংস্কার কমিশনের কাছে আমরা কিছু পরামর্শ দিয়েছি। ছোট ছোট পরামর্শ। আমি দুটি পরামর্শ দিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার আসলে স্থানীয় সরকারের নির্বাচনও তাদের অধীনে হবে কিনা। তারা বলেছেন, এটি নিয়ে চিন্তাভাবনা চলছে। আমি মনে করি, স্থানীয় সরকার নির্বাচনও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। ভোটার তালিকা করা সময় এবং অর্থের অপচয় মনে হয়। ভোটার তালিকা করার সময় এনআইডি কার্ড ব্যবহার করা হয়, সেটিকেই কেন আমরা ভোটার কার্ড হিসেবে ব্যবহার করি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে