বিস্ফোরক মামলা
ময়মনসিংহে আওয়ামী লীগের সাত নেতা গ্রেপ্তার
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
ময়মনসিংহ বু্যরো
বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ'লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আ'লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আ'লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া এবং মো. আনিস।
মামলা থেকে জানা যায়, নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।