কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে ইভা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রাম থেকে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। সে ওই গ্রামের ইমাম হোসেনের মেয়ে। ইভা শোলস্না স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদেকুর রহমান বলেন, ইভা প্রতিদিনের মতো সকালে কলেজে যায়, বিকালে কলেজ থেকে এসে প্রয়োজনীয় কাজ শেষে নিজেদের চৌচালা বসতঘরে তার শয়নকক্ষে চলে যায়। সন্ধ্যায় তার ছোট ভাই রাফি এসে দেখে, তার বোনের শয়নকক্ষের দরজা বন্ধ। তাকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে সে ঘরে ঢুকে দেখে ইভার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। তবে কী কারণে তার মৃতু্য হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। ইভা নামের মেয়েটির মরদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।