বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও সংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে। এরই ধারাবাহিকতায়, বাফওয়া ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান বুধবার শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের দেওয়া শীতবস্ত্র (কম্বল) পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শমশেরনগর, বরিশাল ও কক্সবাজারে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখার মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে