চাকরি জাতীয়করণ দাবি
নকলনবিশদের আমরণ
অনশনের ঘোষণা
ম যাযাদি ডেস্ক
দাবি আদায় না হলে আগামী ২৩ নভেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। '৫৬১টি সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি জাতীয়করণের' দাবিতে সংগঠনটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
রফিকুল ইসলাম বলেন, 'চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩২ দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছি। বৃহস্পতিবারের মধ্যে দাবি মেনে না নিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আইজিআর অফিস, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপেস্নক্সের সামনে আমরণ অনশন করা হবে।' সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
টানা ৬ দিন ধরে
ঢাকায় সকালের
বায়ু অস্বাস্থ্যকর
ম যাযাদি ডেস্ক
টানা ছয় দিন ধরে ঢাকায় সকালের দিকে বায়ু 'খুব অস্বাস্থ্যকর' ছিল। বুধবার সকাল পৌনে ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর বা মান ২০৩। এই মানকে 'খুব অস্বাস্থ্যকর' বায়ু হিসেবে ধরা হয়। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান চতুর্থ। গত মঙ্গলবার দূষণে ঢাকার অবস্থান ছিল তৃতীয়, আর স্কোর ছিল ২৩৬। গত শুক্রবার থেকেই ঢাকার বায়ু 'খুব অস্বাস্থ্যকর'।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিলিস্ন, স্কোর ৫৭৩। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৮৮। ঢাকার বায়ু বুধবার ছিল খুব অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর।
পুরান ঢাকার যেসব
এলাকায় গ্যাস
থাকবে না আজ
ম যাযাদি ডেস্ক
গ্যাসের পাইপলাইনের মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার রাজধানীর ইসলামবাগ, লালবাগসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার এক শাট ডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ইসলামবাগ এলাকা, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকা, লাকশাম বাজার, চান্দিরঘাট এলাকাসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও সতর্ক করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। গ্রাহকদের এই
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।