দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃতু্যর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে ১১২ জনের মৃতু্য হলো। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃতু্য হয়েছিল। সংস্থাটি জানায় এ সময়ে এক হাজার ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৩৭ জনে। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৩ হাজার ১৫৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত একদিনে এক হাজার ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে দুজনের মৃতু্য হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ১৮৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬০, খুলনা বিভাগে ১৪৫, চট্টগ্রাম বিভাগে ১২৮, বরিশাল বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৬৫, ময়মনসিংহ বিভাগে ৩৬, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩ হাজার ১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৩৩৭ জন।
বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতু্য হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃতু্য হয় ১ হাজার ৭০৫ জনের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২৭ জনের মৃতু্য হয়েছে। এর মধ্যে ২১৬ জন নারী ও ২১১ জন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সি ব্যক্তিরা। এ সংখ্যা ১২ হাজার ৫৬৯। তবে ডেঙ্গুতে বেশি মৃতু্য হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সি ব্যক্তিদের। এই বয়সি ৪১ জনের মৃতু্য হয়েছে ডেঙ্গুতে।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮৬ রোগীর মৃতু্য হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃতু্য হয়েছে ৭১ জনের।