বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাঙলা কলেজের শিক্ষার্থী তপু হত্যায় ৩ জনের মৃতু্যদন্ড

যাযাদি রিপোর্ট
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
বাঙলা কলেজের শিক্ষার্থী তপু হত্যায় ৩ জনের মৃতু্যদন্ড

মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলায় তিন আসামিকে মৃতু্যদন্ড দিয়েছে ট্রাইবু্যনাল। মঙ্গলবার ঢাকার দ্রম্নত বিচার ট্রাইবু্যনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

দন্ডিত আসামিরা হলো- মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্যা।

মঙ্গলবার কারাগারে আটক আসামি আরিফুল ও ইমরানকে আদালতে হাজির করা হয়। তবে পলাতক থাকায় অপর আসামি ইয়ামিন উপস্থিত ছিল না। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ইয়ামিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইবু্যনাল।

তপু নিখোঁজের পর ২০২২ সালের ২ জানুয়ারি তার চাচা রাজধানীর দারুসসালাম থানায় একটি জিডি করেন। এরপর অপহরণকারীরা ভুক্তভোগীর মুক্তির জন্য তার চাচার কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি দারুসসালাম থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম। ঘটনার দুই দিন পর এই তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদস্থ এলাকায় ইমরানের ভাড়া বাসায় তপুকে ডেকে নিয়ে সুকৌশলে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই শ্বাসরোধ করে হত্যা করা হয় তপুকে। এরপর মরদেহ বস্তাবন্দি করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেওয়া হয়। আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে