সম্মিলিত পরিষদের আলোচনা সভা ও মেজবানি

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে এবং চৈতী গ্রম্নপের সিইও আবুল কালামের ব্যবস্থাপনায় সম্প্রতি আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ'র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৈতী গ্রম্নপের সিইও ও সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম। রশিদ গ্রম্নপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদের সঞ্চালনায় আয়োজনে এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিসিবি'র সভাপতি ফারুক আহমেদ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাবেক মন্ত্রী ও বিজিএমইএ'র সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ, বিজিএমইএ'র সাবেক সভাপতি মোঃ মোস্তফা গোলাম কুদ্দুস, বিজিএমইএ'র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন আহমেদ, বিজিএমইএ'র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিজিএমইএ'র সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএ'র সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের বৃহৎ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সহস্রাধিক মালিক অনুষ্ঠানে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি