বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আদি নবান্নে 'সাংস্কৃতিক উৎসবে' মুখর টিএসসির পায়রা চত্বর

  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
আদি নবান্নে 'সাংস্কৃতিক উৎসবে' মুখর টিএসসির পায়রা চত্বর
আদি নবান্নে 'সাংস্কৃতিক উৎসবে' মুখর টিএসসির পায়রা চত্বর

পহেলা অগ্রহায়ণ! বাংলার আদি নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি পায়রা চত্বরে বিপস্নবী সাংস্কৃতিক ঐক্যর আয়োজনে সাংস্কৃতিক উৎসব,র্ যালি ও মেলার আয়োজন করা হয়। বাঙালি সংস্কৃতির সবচেয়ে আদি ঐতিহ্যবাহী এ উৎসবের ধারাবাহিকতা ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এ ইতিহাসের সঙ্গে পরিচিত করাতে এ আয়োজন করা হয়। এই আনন্দ কৃষকের একার নয়। এই আনন্দ সবার।

টিএসসি পায়রা চত্বর থেকে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেশবরেণ্য কবি আবদুল হাই শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, '৫ আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি তা অর্থবহ করতে হবে সংস্কৃতি দিয়ে। হাফ ডান স্বাধীনতা থেকে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি। সংস্কৃতিকে মোকাবিলা করতে হবে সংস্কৃতি দিয়ে, নাটককে মোকাবিলা করতে হবে নাটক দিয়ে। আমরা যদি জাতীয় সংহতিকে সমৃদ্ধ রাখতে পারি তাহলে আমাদের কপাল সিকিমের মতো হবে না।'

প্রধান অতিথি তার বক্তব্যে পাঠ্য পুস্তকে বিপস্নবের স্পিরিট তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী ও গবেষক, নাসিম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সু্যরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল জাহীদ, স্বাগত বক্তব্য রাখেন বিপস্নবী সাংস্কৃতিক ঐক্যর নির্বাহী সদস্য এস এম বিপাশ আনোয়ার, সভাপতিত্ব করেন বিপস্নবী সাংস্কৃতিক ঐক্যর আহ্বায়ক, মিন্ময় মিজান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে