রাজধানীর তেজগাঁওয়ের এইচআরসি মিডিয়া ভবনে সোমবার আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বক্তব্য রাখেন ইম্পেরিয়াল হেলথের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডা. সায়মন শাহরিয়ার। পাশে দৈনিক যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. নূরুল হকসহ অতিথিরা -যাযাদি
ইম্পেরিয়াল হেলথের উদ্যোগে দৈনিক যায়যায়দিন কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে 'মেডিক্যাল ক্যাম্প' অনুষ্ঠিত হয়েছে। এতে যায়যায়দিনে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রাজধানীর তেজগাঁওয়ের এইচআরসি মিডিয়া ভবনে সোমবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন ফ্রি মেডিক্যেল কনাসলটেশন, ডায়াবেটিস টেস্ট, বিএমআই, বস্নাড প্রেসার, ওজন এবং উচ্চতা মাপা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল হেলথের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডা. সায়মন শাহরিয়ার, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং সানজিদা আক্তার ডায়না, জিআরও তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।
এ ছাড়া দৈনিক যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. নূরুল হক, হেড অব মার্কেটিং ইব্রাহীম খলিল স্বপন, সার্কুলেশন ম্যানেজার বিলস্নাল হোসেন, ডেপুটি ম্যানেজার (সার্কুলেশন) আবদুর রশিদ লিটন, বিশেষ প্রতিনিধি শাহাদাত হোসেন এবং জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।