টেকনাফে কথা কাটাকাটির জেরে গুলি, যুবক নিহত
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের গুলিতে আব্দুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে। এদিকে এ ঘটনার পর কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এলাকাবাসী বলছেন, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে আব্দুর রহমান মারা গেলে নিহতের স্বজনেরা অপরপক্ষের ঘরে আগুন দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারী জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে শুনে পুলিশকে জানিয়েছি।
টেকনাফ মডেল থানার (ওসি) মো. গিয়াস জানান, রোববার রাতে দোকানে বসে কথা বলছিল আব্দুর রহমান এবং জাহেদ নামের দুই যুবক। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির পর্যায়ে চলে গেলে জাহেদ তার কাছে থাকা পিস্তল দিয়ে আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তখনই আব্দুর রহমানকে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি বলেন, 'টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
গিয়াস উদ্দিন আরও জানান, টেকনাফ থানায় জাহেদের বিরুদ্ধে মাদক হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে।