রংপুর থেকে উপদেষ্টা করা না হলে 'নর্থ বেঙ্গল বস্নকেড' কর্মসূচি

সংবাদ সম্মেলনে ছাত্র-জনতা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
২১ নভেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে প্রতিনিধি না নেওয়া হলে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য বস্নকেড কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা। রোববার রাতে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় সমন্বয়ক আলমগীর নয়ন। সংবাদ সম্মেলনে নয়ন বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দেশের তিন বিভাগ থেকে কোনো উপদেষ্টা রাখা হয়নি। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় শহীদ আবু সাঈদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হয়েছে।' তিনি জানান, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিজম রংপুরসহ উত্তরবঙ্গকে উন্নয়ন বঞ্চিত রেখেছিল। উপদেষ্টা পরিষদের রংপুরের প্রতিনিধি না থাকায় বর্তমান সরকারও উন্নয়ন বঞ্চিত করবে বলে তারা আশঙ্কা করছেন। তারা এর অবসান চান। রংপুরকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা বাস্তবায়ন ও ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে রংপুর অঞ্চল থেকে একাধিক উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, ২১ নভেম্বরের মধ্যে রংপুর থেকে উপদেষ্টার নাম ঘোষণা করতে হবে। তা না হলে ওইদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় এক যোগে উত্তরাঞ্চলজুড়ে বস্নকেড কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, পঞ্চগড়ের জিরো পয়েন্টে, ঠাকুরগাঁওয়ের গোল চত্বর, দিনাজপুরের দশমাইল মোড়, নীলফামারী গোল চত্বর, কাউনিয়ায় তিস্তা সেতু ও লালমনিরহাটের তিস্তা সেতু পয়েন্ট, রংপুরের মর্ডান মোড়, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার বনানী, নাটোরের গোল চত্বর, রাজশাহীর বাইপাস, চাঁপাইনবাবগঞ্জ মোড়, নওগাঁ ব্রিজ, জয়পুরহাট মোড় এলাকায় একসঙ্গে রাজপথ-রেলপথ বস্নকেড কর্মসূচি পালিত হবে। সাংবাদিক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।