সিইও অ্যাওয়ার্ড পেলেন ডা. লকিয়ত উলস্নাহ
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
দ্যা বিজনেস এক্সিকিউটিভ ঘানা আয়োজিত সিইও সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় ৩০ অক্টোবর। দুবাইয়ের ক্রাউন পস্নাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি বায়োফার্মা লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উলস্নাহ বিশ্ব সমাদৃত সিইও হিসাবে মনোনীত হন। তিনি তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত সেরদার মেহমেত গারজাজেভের কাছ থেকে "দ্য বিজনেস এক্সিকিউটিভ" পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে মনোনীত সিইও ছাড়াও বিভিন্ন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, লেখক, ক্রীড়া ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব, রাষ্ট্রদূত, নোবেল বিজয়ী এবং অবসরপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উলেস্নখ্য, বায়োফার্মা লিমিটেড দেশীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে ২০০৮ সাল থেকে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ২৫টি দেশে উচ্চমানের ওষুধ রপ্তানি করে আসছে। বৈশ্বিক বাজারে তার পণ্য রপ্তানি করে, বায়োফার্মা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করছে না বরং দেশীয় শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ বিজ্ঞপ্তি