একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গত ১৫, ১৬ ও ১৭ নভেম্বর হয়ে গেল তিন দিনব্যাপী নাট্য উৎসব। দলীয় তিনটি প্রযোজনা 'সী মোরগ', 'সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা' ও খন্দকার শাহ আলমের একক অভিনয় প্রযোজনা 'আমি'। তিন দিনের উৎসবের প্রথম দিন হয়েছে নাটক 'সী মোরগ' এর ৩০২তম প্রদর্শনী। নাটক তিনটিতে অভিনয় করেছেন দলীয়প্রধান খন্দকার শাহ আলম, ফারজানা ফাতেমা সুমি, সাইফুল ইসলাম খান সুমন, মোস্তাফিজুর রহমান সুমন, খালেদ মাহমুদ শাওনসহ নাট্যকর্মীরা। সংবাদ বিজ্ঞপ্তি