সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন চান ভুক্তভোগীরা
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা। রোববার প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে ইলিয়াস হোসেন বলেন, 'জুলাই অভু্যত্থানে অংশগ্রহণ করার কারণে দীর্ঘদিন নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আন্দোলনকারী ছাত্রসমাজ এখন এনটিআরসিএর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে।' তিনি বলেন, '১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে, কিন্তু অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ অনেক সহপাঠী ৪০ নম্বর উত্তর করেও ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে। যা ভুল ছাড়া হওয়ার কথা নয়। তাই লিখিত পরীক্ষার খাতাগুলো আবার মূল্যায়নের দাবি জানাই।' মানববন্ধনে পরীক্ষার্থীরা বেশকিছু দাবিও তুলে ধরেন।
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃতু্য
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মো. শাহ্ আলম (৬০) নামে এক নির্মাণশ্রমিকের মৃতু্য হয়েছে। রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। শাহ্ আলম পটুয়াখালী সদর উপজেলার তিত কাঠা গ্রামের মৃত উব্বাত আলী ফরাজীর ছেলে। বর্তমানে শাহজাদপুর নতুন বাজার এলাকায় থাকতেন।
মৃতের ছেলের বন্ধু সাদ্দাম হোসেন জানান, 'শাহ্ আলম পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। সকালে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় ওই ভবনের আটতলায় কাজ করার সময় ওপর থেকে পড়ে আহত হয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, 'মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।'
ট্রাফিক আইন
লঙ্ঘনে ১৩৮১টি
মামলা, জরিমানা
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৩৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি অভিযান পরিচালনা করে ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলার ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।