বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আমরা একটা দিনও বেশি ক্ষমতায় থাকতে চাই না প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
আমরা একটা দিনও বেশি ক্ষমতায় থাকতে চাই না প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে গঠিত একটি সরকার। কাজেই এটা নিয়ে হেলাফেলা করতে পারি না। আমরা প্রয়োজনের অধিক একদিনও ক্ষমতায় থাকতে চাই না।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন পিএসই প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, 'আমাদের কিছু দায়িত্ব আছে, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালো সরকার গঠিত হতে পারে, সে রকম একটি পরিবেশ তৈরি করার জন্য সংস্কার কাজ চলছে।'

ফরিদা আখতার বলেন, 'সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনীয় সময়টুকু নেওয়া হবে। আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি ক্ষমতায় থাকতে চাই না?।'

সেটা কতদিন হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আগামী ডিসেম্বর মাস পার হতে দেন। এর মধ্যে সংস্কারের রিপোর্ট আসবে। এর প্রেক্ষিতে আমরা পরবর্তী ধাপ বুঝতে পারব।'

তিনি বলেন, 'জুলাই বিপস্নবের পরই যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বে যে অনাচার ছিল, অত্যাচার ছিল, অন্যায় ছিল, দুর্নীতি ছিল, সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি, সেই চেষ্টা করছি। তবে আমরা এটাও নিশ্চিত যে, পুরোটা ঠিক করতে পারব না।'

এআরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বেসরকারি শিক্ষক পরিষদের সভাপতি ও পিকেএফ গভর্নিং বোর্ডের মেম্বার অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এআরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান প্রমুখ।

এর আগে উপদেষ্টা মেলা প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া বিজ্ঞানভিত্তিক বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে