মাদক ও সন্ত্রাস নির্মূলে ভোলা ও খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযান
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
আইএসপিআর
ভোলা জেলার শশীভূশন থানাধীন এওয়াজপুর নামক স্থানে শনিবার যৌথ অভিযান চালায় নৌবাহিনী। অভিযানে শশীভূশন থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. লিটন মাঝি এবং তার সহযোগী মো. সিদ্দিক মোলস্নাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তলস্নাশি চালিয়ে এক হাজার ৫৯৫ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, ২টি মোবাইল, মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার একশ' টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
একইদিন খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫০ শয্যা হাসপাতালের সামনে অপর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মাসুম বিলস্নাকে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। আটক ব্যক্তি গত ৬ নভেম্বর থেকে অদ্যাবধি জ্বরজনিত কারণে বর্ণিত হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মাদক বিক্রি করেছে বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, একটি মোবাইল, নগদ ৩ হাজার ৭৭০ টাকা এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
উভয় অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকদের শশীভূশন ও তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে। আইএসপিআর