ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন শনিবারও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি বেশ নাজুক। এদিন সকাল ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৬৪। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার ঢাকা দূষণে ছিল তৃতীয় কিন্তু স্কোর ছিল শনিবারের চেয়ে কম, ২৫৫। আর উভয় স্কোরই 'খুব অস্বাস্থ্যকর' বায়ু হিসেবে গণ্য করা হয়।
গত মঙ্গলবার থেকে টানা তিন দিন সকালের দিকে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। শনিবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৭৬৬। আর দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিলিস্ন, স্কোর ছিল ৭৩৬।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। শনিবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মানমাত্রার চেয়ে ৩৮ শতাংশ বেশি। শুক্রবার ছিল ৩৪ শতাংশ বেশি।