বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় সৈকতের টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
কুয়াকাটায় সৈকতের টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুর হোসেন খুলনার লবণচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা পান করতে বসেন। এ সময় টয়লেটে যাওয়ার কথা বলে তিনি নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে টয়লেটসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পুলিশে অবহিত করেন। বিকালে এক পর্যটক দম্পতি মহিলা টয়লেটের একটি অনেক সময় বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষের লোকজন এসে তাকে ওই টয়লেটে পড়ে থাকতে দেখেন।

এ ব্যাপারে টয়লেটের ইজারাদার মো. জলিল চুকানী বলেন, 'কুয়াকাটায় রাস মেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিল। আর ওই

লোক কোন ফাঁকে ভিতরে ঢুকেছেন আমরা খেয়াল করতে পারিনি। তার স্বজনরা যখন খুঁজতে আসছেন তখন পুরুষ টয়লেটগুলো খুঁজেছি কিন্তু তিনি ছিলেন মহিলা টয়লেটের ভিতরে। সেজন্য মূলত আমরা দেখতে পাইনি।'

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মলিস্নক বলেন, 'ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃতু্য হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে