বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দূষণে বিশ্বে তৃতীয়

ছুটির দিনে রাজধানী ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'

যাযাদি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ছুটির দিনে রাজধানী ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'

গত মঙ্গলবার থেকে টানা তিন দিন সকালের দিকে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। শুক্রবার ছুটির দিনের সকালে ঢাকার বায়ু ছিল 'খুব অস্বাস্থ্যকর।' আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এদিন ঢাকার স্কোর ছিল ২৫৫। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান ছিল তৃতীয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ছিল ৯ম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৭০।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৭৩২। আর দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিলিস্ন, স্কোর ছিল ৬৪৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে