বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

বরিশাল জাপার সাবেক এমপি টিপু কারাগারে

কেরানীগঞ্জ (ঢাকা) ও বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
বরিশাল জাপার সাবেক এমপি টিপু কারাগারে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে শুক্রবার কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত -ফোকাস বাংলা

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার টিপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ফোয়াদ আহমেদ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রম্নয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে

পড়েন। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১ নম্বর এজাহারনামীয় আসামি।

এদিকে শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঘৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বাঘৈর এলাকার বাসিন্দা মিরাজ আহমেদ, দিদার ও আলমগীর হোসেন জানান, কেরানীগঞ্জে গোলাম কিবরিয়ার কিছু জমি ও একটি ছোট বাড়ি আছে। তারা ধারণা করছেন, গত ৫ আগস্ট আ'লীগ সরকার পতনের পর থেকে তিনি এখানে আত্মগোপনে ছিলেন। তবে এতদিন তারা কেউ তাকে দেখতে পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে