বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

বেনাপোল প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের পণ্যজট কমাতে ও বন্দরের সমতা বাড়াতে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। নৌ-পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার টার্মিনালটি উদ্বোধন করেন। এ সময় নৌ-পরিবহণ উপদেষ্টা বলেন, 'ভারতীয় আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকগুলো এই টার্মিনালে রাখা হবে। পাশাপাশি ভারতে রপ্তানিমুখী বাংলাদেশি পণ্যের ট্রাকও এ ইয়ার্ডে অবস্থান করবে। তবে ভারতে রপ্তানি হওয়া পণ্যের ট্রাকগুলো এখানে অগ্রাধিকার পাবে।' এরপর বিকাল সাড়ে ৩টার দিকে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে বেনাপোলের ছাত্রনেতা আব্দুলস্নাহর বাড়িতে যান এবং স্বজনদের সান্ত্বনা দেন। উপদেষ্টার সঙ্গে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ড. রাজীব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।