বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সমাপ্ত

  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সমাপ্ত
বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান রংপুর সেনানিবাসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া দেখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া।

প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ইউপি ল্যান্স কর্পোরাল মো. মাসুদ হাসান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ইউপি ল্যান্স কর্পোরাল মো. সেলিম মিয়া, ৩৩ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে। উলেস্নখ্য, গত ১০ নভেম্বর হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সেনাসদর ও রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে