বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল ও কলেজসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা

  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল ও কলেজসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা
ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল ও কলেজসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৪৫টি ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা বৃহস্পতিবার আর্মি মাল্টিপারপাস কমপেস্নক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে