বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মায়ের সামনে

দেয়াল ধসে

শিশুর মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

ঢাকার রামপুরায় একটি রিকশা গ্যারেজের দেয়াল ধসে পাঁচ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটির মা দুই সন্তানকে নিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় টিভি সেন্টার রোড কুঞ্জঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ভুঁইয়ার (৫) বাবা মিরাজ ভুঁইয়া ভ্যান চালান। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া; টিভি সেন্টার রোডে তারা ভাড়া ঘরে থাকেন।

নিহতের মামা নয়ন রাজ জানান, জিসানের মা ঝুমুর বেগম সকালে চা কিনতে বেরিয়েছিলেন। এ সময় তার কোলে ছিল দুই বছরের মেয়ে ফাতেমা, আর জিসান মায়ের সঙ্গে হাঁটছিল। তাদের বাসার কাছেই স্থানীয় আনিসের রিকশার গ্যারেজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সীমানা দেয়ালের একটি অংশ জিসানের উপরে পড়ে। দ্রম্নত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনে চিঠি

ম যাযাদি রিপোর্ট

হাইকোর্টের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর চিঠিটি পাঠিয়েছেন এসংক্রান্ত মামলার রিটকারী আইনজীবী ইশরাত হাসান।

চিঠিতে বলা হয়েছে, আমি (ইশরাত হাসান) সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। ২০১৯ সালের ২৪ অক্টোবর সারা বাংলাদেশের পাবলিক পেস্নসে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের জন্য হাইকোর্ট ডিভিশনে জনস্বার্থে রিট দায়ের করি। রিটের শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন একই বছরের ৩ নভেম্বর রুল জারি করেন এবং পরবর্তীকালে নির্দেশনা প্রদান করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০২৩ সালের ২ এপ্রিল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় প্রদান করেন। রায়ে রুলটি যথাযথ বলে ঘোষণা করা হয়।

ট্রাফিক আইন ভাঙায়

১৯০৫টি মামলা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভাঙায় ৭০ লাখ ৫১ হাজার টাকা জরিমানা ও ১৯০৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। এ ছাড়াও অভিযানে ২৪৫টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-কমিশনার তালেবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে