৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় 'ম্যাক্স গ্রম্নপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪'র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপেস্নক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। যাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তা, ম্যাক্স গ্রম্নপের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। গত ৯ নভেম্বর থেকে চার দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার ও বর্ডার গার্ডসহ ৭০ টিমের প্রায় ৭৩৫ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতায় নৌবাহিনী দল ৩২টি স্বর্ণ, ২৬টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জসহ ৭০টি পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া সেনাবাহিনী দল ১০টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ২৩টি ব্রোঞ্জসহ ৪৮টি পদক নিয়ে রানার্সআপ হয়। আইএসপিআর