বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গত ১১ নভেম্বর বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. এমানুল হক। আঞ্চলিক পরিচালক মোহা. আবু বাককারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক শাহ্ মোহা. আব্দুল মালেক, উপ-পরিচালক এমএস মোছা. মোরশেদা খাতুন ও বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময়ে বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি