ছাত্র-জনতার ওপর
গুলিবর্ষণকারী সেই
বাপ্পি গ্রেপ্তার
ম যাযাদি ডেস্ক
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র?্যাব-১।
র্
যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন আছে।
ট্রাফিক আইন ভাঙায়
২১৩১ মামলা, জরিমানা
৭৭ লাখ টাকা
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভাঙার দায়ে ২ হাজার ১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব মামলায় ৭৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। এ ছাড়া অভিযানে ২৪০টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দ্রম্নত স্মার্ট কার্ড বিতরণ
শেষ করতে মাঠ
কর্মকর্তাদের নির্দেশ
ম যাযাদি ডেস্ক
মাঠ কর্মকর্তাদের দ্রম্নত স্মার্ট কার্ড বিতরণ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বিতরণ শুরু হয়নি এমন উপজেলাতেও কার্যক্রম হাতে
নিতে বলা হয়েছে।
ইসি সচিব শফিউল আজিম
সম্প্রতি নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক ও সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, মাঠ কার্যালয়ে সংরক্ষিত অবিতরণকৃত স্মার্ট কার্ড দ্রম্নত বিতরণের উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজনে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে হলেও উদ্বোধন করে বিতরণের ব্যবস্থা করতে হবে।
জানা গেছে, সারাদেশে ৩৫৭টি উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বর্তমানে ১৮টি উপজেলায়/থানা নির্বাচন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে। এছাড়া ২৩টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে।