সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা :ফারুকী
প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামী বছরের অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে।
বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সম্প্রতি দায়িত্ব পাওয়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এমন মন্তব্য করেন। এদিকে, জনগণের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার সিদ্ধান্ত চেয়ে বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। একাডেমি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মোস্তফা সরয়ার ফারুকী বুধবার সংবাদিকদের বলেন, 'বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে।'
দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার বিষয়ে সবাই মিলে কাজ করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, 'বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। কাউকে কোনো বাধা দেয়া হবে না। কারো কোনো বর্ণ-ধর্মের বিষয়ে কোনো আক্রমণ করা হবে না।'
ফারুকী বলেন, 'বাংলাদেশে বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি গোষ্ঠী এক জায়গায় থাকে এবং সম্প্রীতির কথা বলে। তাই বাইরে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হয়, মিথ্যা প্রমাণ করাই এ সরকারের কাজ হবে।'
সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেয়ার তথ্য জানায়। চিঠিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ আয়োজন করতে হবে।
এ অবস্থায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বুধবার সবাইকে উদ্যানেই বইমেলার আয়োজন হবে বলে আশ্বস্ত করলেন।
অন্যদিকে, জনগণের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার সিদ্ধান্ত চেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলা একাডেমি। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহম্মদ আজম।
মঙ্গলবার কয়েকটি গণমাধ্যম মেলার স্থান নিয়ে প্রতিবেদন করায় তীব্র প্রতিবাদ জানাতে থাকেন প্রকাশকরা।
গত বছরও এই সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সোহরাওয়ার্দী উদ্যানকে মেলার জন্য বরাদ্দ দিতে রাজি হয়নি। পরে প্রকাশকদের দাবির মুখে সোহরাওয়ার্দীতেই বরাদ্দ দেওয়া হয়। সে সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়, উদ্যান ঘিরে সাংস্কৃতিক বলয় তৈরির কাজ শুরু করতে চান তারা। সে কারণে ২০২৪ এ অনুমোদন দিলেও ২০২৫ সালের বইমেলার জন্য তারা উদ্যানের জায়গা বরাদ্দ দেবে না। এরপর গত ৬ নভেম্বর তারা এই সিদ্ধান্ত নিশ্চিত করে জানান।
তাহলে বইমেলা কোথায় হবে জানতে চাইলে বুধবার বাংলা একাডেমি মহাপরিচালক মোহম্মদ আজম বলেন, 'সোহরাওয়ার্দীতে হবে না সেটা আগের সিদ্ধান্ত। কিন্তু জনগণ সেটা চায় না। আমরাও চাই সেখানেই হোক। এটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে। আমরা এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) বা পরশুর (শুক্রবার) মধ্যে একটা সিদ্ধান্ত পাবো বলে আশা করছি।'