আবদুস শহীদ ও আতিকুল ইসলাম
রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। অন্যদিকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার সকালে এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান।
গত ২৯ অক্টোবর উত্তরা থেকে গ্রেপ্তার হন আবদুস শহীদ। আর ১৭ অক্টোবর আতিকুল ইসলাম মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন।
\হবৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার আবদুস শহীদকে বুধবার সকাল সাড়ে সাতটার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। অন্যদিকে আবদুস শহীদের পক্ষে এই রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আবদুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছিল, উত্তরা ১০ নম্বর সেক্টরে আবদুস শহীদের বাসা থেকে ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডীয় ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাই বাথ, ১ হাজার ৯৫৩ মার্কিন ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৯৯০ দশমিক ৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুস শহীদ।
এদিকে, উত্তরা পশ্চিম থানায় করা বকুল মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার আতিকুল ইসলামকে আজ সকাল সাড়ে সাতটার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে এই হত্যা মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
অন্যদিকে আতিকুল ইসলামের পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়।
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক এই মেয়রের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
মমতাজ ও আমজাদ রিমান্ডে
এদিকে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে একই থানায় করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খান ও তার ছেলে কে এম আসিফ হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মো. আতিকুর রহমান।