মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এডুটেক এশিয়ার সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেছেন ড. সবুর খান

বিশেষ প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
এডুটেক এশিয়ার সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেছেন ড. সবুর খান
এডুটেক এশিয়ার সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেছেন ড. সবুর খান

বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটিজ অব দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউপিএফ) প্রেসিডেন্ট ড. মো. সবুর খান, বহুল পরিচিত 'এডুটেক এশিয়া ২০২৪'- এর আন্তর্জাতিক সম্মেলনে একজন আলোচক হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলের দুটি সেশনে অংশগ্রহণ করেন। শিক্ষা খাতে প্রযুক্তিগত ও বাস্তবিক পরিবর্তন আনার লক্ষ্যে এ বছর এই সম্মেলনে প্রায় আট হাজারের বেশি শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনের এই সেশনগুলোতে ড. মো. সবুর খান উপস্থিত শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্দেশে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়ন ও ব্যবহারের বিভিন্ন দিকনির্দেশনাও উপস্থাপন করেন।

চলতি বছরের ৬ ও ৭ নভেম্বর সিঙ্গাপুরের স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী (৫-৭ নভেম্বর) এই সম্মেলনের দুটি সেশনে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের অন্যতম একজন বিশেষজ্ঞ হিসেবে ড. মো. সবুর খান অংশগ্রহণ করেন। 'সংস্কৃতির পরিবর্তন এবং ডিজিটাল রূপান্তরকে স্টেকহোল্ডাররাও সমর্থন করে' শিরোনামে ৬ নভেম্বরের এই সেশনে তিনি আলোচনায় শিক্ষা খাতের নীতিনির্ধারকদের বর্তমান প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দিকনির্দেশনা দেন, যেখানে আন্তর্জাতিক স্বীকৃত ও সুপরিচিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরাও আলোচনায় অংশ নেন।

এ ছাড়া ৭ নভেম্বর 'এআই-এর যুগে শিক্ষামাধ্যম' শিরোনামে আরও একটি সেশনে আলোচক হিসেবে অংশ নেন তিনি। ড. খান ছাড়াও এই সেশনে সিঙ্গাপুরের 'এআই সিঙ্গাপুর' প্রতিষ্ঠানের হেড অব এআইএএপি কেভিন চং, লোনোভো'র গেস্নাবাল হেড অব এডুকেশন সিস্টেমস অ্যান্ড সলিউশনসের জেনারেল ম্যানেজার স্টুয়ার্ট কিং, মাইক্রোসফটের (এশিয়া) ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক সেক্টরের ডিরেক্টর এডুকেশন ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার রব স্মিথ এবং মালয়েশিয়ার মিনিস্ট্রি অব হাইয়ার এডুকেশনের ডিভিশন অব একাডেমিক এক্সিলেন্সের ডিরেক্টর সহযোগী অধ্যাপক ড. আজিদাহ আবু জিদেন আলোচনায় অংশ নেন। থাইল্যান্ডের সিয়ামিও স্টেম-এড- এর ডিরেক্টর ড. ক্রিটসাচাই সোমসামান এই সেশনটি পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে