মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আইইউবিএটি'তে 'সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি' শীর্ষক সেমিনার

  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
আইইউবিএটি'তে 'সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি' শীর্ষক সেমিনার
আইইউবিএটি'তে 'সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি' শীর্ষক সেমিনার

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে মঙ্গলবার 'সেক্সচুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন- নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন- আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটি'র উপাচার্য অধ্যাপক আবদুর রব।

একটি নিরাপদ এবং সম্মানজনক একাডেমিক ও পেশাদার পরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সামনে রেখে এই সেমিনারটি আয়োজিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- আইইউবিএটির সেক্সচুয়াল হ্যারাসমেন্ট রক্ষা কমিটির প্রধান ও কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ড. ফারজানা সুলতানা। সমাপনী বক্তব্য রাখেন- সেক্সচুয়াল হ্যারাসমেন্ট রক্ষা কমিটির সদস্য এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ।

সেমিনারে আইইউবিএটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে