মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বায়ুদূষণে বিশ্বের ১২১

শহরের মধ্যে ঢাকার

অবস্থান ১০ম

ম যাযাদি ডেস্ক

বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল ১০ম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫১। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়। সোমবার ও আগের দিন রোববার দুই দিনই ঢাকার বায়ুর মান ছিল মাঝারি।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ছিল ৯৬৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিলিস্নর স্কোর ৩০৬।

সাভারে গৃহবধূর

খন্ডিত মরদেহ

উদ্ধার

ম যাযাদি ডেস্ক

ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে এক গৃহবধূর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ১১টার দিকে দত্তপাড়ার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম শান্তনা বেগম (৩৬)। তার স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী। তারা দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকার একটি জঙ্গলে একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি সাভার মডেল থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও দুই হাতের কবজি থেকে হাত কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের প্রায় ১৫০ গজ দূর থেকে কাটা দুই হাত ও মাথা পাওয়া যায়।

রাজধানীতে ট্রাফিক

আইন লঙ্ঘনে

২১৮৩ মামলা

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৭৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও দুই হাজার ১৮৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, জরিমানা ও মামলার পাশাপাশি ওইদিন ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে