বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বিগ্ন সিপিজে

যাযাদি ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বিগ্ন সিপিজে

বাংলাদেশের অন্তর্র্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয় ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

তাদের দাবি, ওই ২০ জনের মধ্যে চার জনকে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আটক করে রাখা হয়েছে। সিপিজে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব কথা বলেছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তে সেন্সরশিপের একটি উদ্বেগজনক নজির তৈরি করলো বাংলাদেশের বর্তমান সরকার।

ওই পোস্টের সঙ্গে আগের একটি প্রতিবেদনও সংযুক্ত করেছে সিপিজে। আওয়ামীপন্থি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে ওই প্রতিবেদনটি লেখা হয়েছিল।

অন্তর্র্বর্তী সরকার গত ২৯ অক্টোবর ইকবাল সোবহান চৌধুরী, ফারজানা রূপা ও ফরিদা ইয়াসমিনসহ ২০ সিনিয়র সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সাময়িক ও স্থায়ীভাবে বাতিলের নির্দেশ জারি করে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের প্রধান মো. নিজামুল কবিরের স্বাক্ষরিত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে