সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
জেনেভা ক্যাম্পের 'বোমা কারিগর' গ্রেপ্তার \হ রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কথিত বোমা তৈরির কারিগর ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি সোহেল ওরফে কসাই সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্যরাতে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করের্ যাব-২। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করের্ যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজনের মৃতু্য হয়েছে। এর মধ্যে বোমা বিস্ফোরণে মারা গেছে শিশুসহ দুইজন। এছাড়াও বোমার আঘাতে পরিচ্ছন্নকর্মীসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। এএসপি শিহাব করিম আরও বলেন, জেনেভা ক্যাম্পের হাত বোমা ও ককটেল বোমা বানাতো ক্যাম্পেরই কয়েকজন বোমা কারিগর। এর মধ্যে কসাই সোহেল অন্যতম। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ কয়েকটি মামলা রয়েছে মোহাম্মদপুর থানায়। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্ততে গাবতলী গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খন্ডিত পা ম যাযাদি রিপোর্ট রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ময়লার ডাস্টবিনে মানুষের খন্ডিত পা দেখা গেছে। সোমবার মধ্যরাতে এটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, 'খন্ডিত অংশটি গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা। ওই অংশটায় ব্যান্ডেজ করা রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনা।' উলেস্নখ্য, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরই মধ্যে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক মানুষ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৫৭ মামলা ম যাযাদি রিপোর্ট রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৬৫৭টি মামলা ও ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার রাজধানীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলমান রয়েছে। এরই পেক্ষিতে সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৬৫৭টি মামলা ও ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।